মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতজানু হয়ে অন্তর্বর্তী সরকার জাতীয় শিক্ষাক্রমের পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিল করেছে বলে দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট। তারা বলেছে, সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করা উদ্বেগজনক। জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে সহস্রাধিক মানুষ জীবন দিয়ে ফ্যাসিবাদের উচ্ছেদ করেছে মৌলবাদ-সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থানের জন্য নয়। তারা সরকারকে আপসকামিতা পরিহার করে গণ অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানায়। জানিয়ে বলেন, অন্যথায় আপনাদেরও দেশবাসী ক্ষমা করবে না।
গতকাল সেগুনবাগিচায় বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় গৃহীত এক প্রস্তাবে জোট নেতারা এসব কথা বলেন। বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশুসহ জোটের বিভিন্ন দলের নেতারা। সভার অপর এক প্রস্তাবে আশুলিয়ায় শ্রমিক হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, গণ অভ্যুত্থানের পরও শ্রমিকের বুকে গুলি করা হলো- অন্তর্বর্তী সরকারের কাছে শ্রমিক-জনতা এহেন ফ্যাসিবাদী আচরণ আশা করেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতায় উদ্বেগ প্রকাশ করে নেতারা বলেন, সব রাজনৈতিক দল সমর্থন দেওয়ার পরও পরিস্থিতির উন্নয়নে ধীরগতি, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অপারগতা গণ অভ্যুত্থানের চেতনাকে ব্যর্থ করে দিতে পারে। অবস্থা দেখে মনে হচ্ছে, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ ভাবছে। অবিলম্বে গণতন্ত্রে উত্তরণের জন্য সংস্কারের রূপরেখা ও নির্বাচনের রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করা দরকার।