নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে নোয়াখালী কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে, মঙ্গলবার রাতে চট্টগ্রামের খুলশী থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। গতকাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজ্জাদ হোসেন তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। নোয়াখালীর কোর্ট ইন্সপেক্টর শাহ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, একরামুলের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম থানায় একটি হত্যা মামলা, একটি বিস্ফোরক ও অপহরণ মামলা, কবিরহাট থানায় একটি অস্ত্র মামলা ও সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। অপরদিকে, ঢাকার একটি থানায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে।
এদিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সুবর্ণচর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতারা তার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় বক্তারা বলেন, এমপি একরাম নিজের অবৈধ ক্ষমতা দেখিয়ে সুবর্ণচরসহ পুরো নোয়াখালীতে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি নির্যাতন করেছিল, শত শত কোটি টাকা বিদেশে পাচার ও উন্নয়নের নামে হরিলুট করেছে।