আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, পতিত স্বৈরশাসক দেশে ভিন্নমত সহ্য করতে পারত না। তাই বিরোধী নেতা-কর্মীদের ওপর প্রতিদিনই চলত জেল-জুলুম, নিপীড়ন-নির্যাতন। হাজারো জীবনের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা, বাকস্বাধীনতা এবং কাক্সিক্ষত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে এখন দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে হবে। এর জন্য প্রয়োজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি জনগণের সরকার। যেটি ফ্যাসিস্ট আওয়ামী সরকার কখনো তা করেনি। যে গণতন্ত্রের জন্য বিপ্লব সংগঠিত হয়েছে জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তা পরিপূর্ণতা পাবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত জুলাই বিপ্লবের স্বপ্ন পূর্ণ হবে না।
পিরোজপুরের জিয়ানগর উপজেলার সদর ইউনিয়নের কালাইয়া রাজিয়া রশীদ মহিলা দাখিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন কালাইয়া রাজিয়া রশীদ মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. রফিকুল ইসলাম।