দেশে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ভোক্তা পর্যায়ে ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গতকাল অক্টোবরের জন্য এলপিজির দাম ঘোষণা করে; যা গতকাল সন্ধ্যা থেকে কার্যকর হয়। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ায় এলপিজির দাম কেজিতে প্রায় ৩ টাকা বাড়ানো হয়েছে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বলা হয়, ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম সেপ্টেম্বরে ১ হাজার ৪২১ থেকে ৩৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা করা হয়েছে। একই হারে অন্য ওজনের এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে।