বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে রাজপথে শক্তিশালী ভিত ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না। গতকাল বিকালে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সমন্বয়ে আয়োজিত যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি তিনটি সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে সাধারণ মানুষ আপনাদের খারাপ মনে করে। এ সময় তিনি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সমাজে চলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, মানুষকে ভয় দেখিয়ে নয় বরং মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে। এ ছাড়া আগামীতে বিএনপিকে ক্ষমতায় আসতে হলে কঠিন নির্বাচনি বৈতরণী পার হতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন এখনো সমাজে চলাফেরা করছে এ জন্য চোখ-কান খোলা রেখে মেধা দিয়ে নেতা-কর্মীদের চলার আহ্বান জানান তিনি। দলীয় সব নির্দেশনা মেনে চলার জন্য নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে কর্মিসভায় বিভিন্ন উপজেলা থেকে আগত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।