আট দফা বাস্তবায়নের দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট। গতকাল বিকাল সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা সারা দেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয় ও ঘরবাড়িতে হামলা, লুটপাট ও অত্যাচারের প্রতিবাদ জানান। অনতিবিলম্বে এসব হামলা প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান পদক্ষেপের দাবি জানান তারা।