বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দুর্গাপূজা ঘিরে শান্তিময় পরিস্থিতি অস্থিতিশীল করতে একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। শারদীয় এ উৎসব ঘিরে কেউ গোলযোগ করতে চাইলে বিএনপির পক্ষ থেকে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে। সোমবার বিকালে চিনিশপুর বিএনপির কার্যালয়ে নরসিংদী পৌর বিএনপি ও মাধবদী পৌর শহর বিএনপি এবং সদর উপজেলার বিএনপির উদ্যোগে ৮৩টি মন্দিরে দলটির পক্ষ থেকে অনুদান বিতরণ করা হয়। তখন প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। বিএনপির পূজা মনিটরিং সেলের প্রধান ও নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি জলিল এতে সভাপতিত্ব করেন।
যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল বাছেদ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সালেহ চৌধুরী, আকবর হোসেন, অধ্যাপক বিজি রশিদ নওশের, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া প্রমুখ।