বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) মো. ময়নুল ইসলাম বলেছেন, সব ধর্মের মানুষ যেন তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে, বাংলাদেশ পুলিশ তা নিশ্চিত করবে। পূজা নিয়ে কোনো ধরনের অপতৎপরতা, বিশৃঙ্খলা সহ্য করব না, করছি না।
গতকাল রাতে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন পূজামন্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ দিন তিনি শ্রী শ্রী বলদেব জিউর আখড়া পরিদর্শনে যান।
আইজিপি বলেন, নতুন পরিবেশে পূজা উদযাপন করছি আমরা। অনেকের মনে শঙ্কা ছিল। সেই শঙ্কা দূর করে সম্প্রীতির বাংলাদেশের প্রমাণ এই পূজা উদযাপন। সারা দেশে ৩২ হাজারের অধিক মন্ডপে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূজা উদযাপন হচ্ছে। যার যার ধর্ম অনুযায়ী ধর্মীয় উৎসব পালন করবে- এটা সাংবিধানিক অধিকার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এই নারায়ণগঞ্জে তথাকথিত গডফাডারসহ অনেকেই তৎপরতা চালিয়েছে সন্ত্রাসের জনপদ করার জন্য। সেই সন্ত্রাসী এখন আর নেই। আমরা সেই গডফাডারদের স্মরণ করিয়ে দিতে চাই, যারা সন্ত্রাসী কার্যকলাপ, সন্ত্রাস লালন-পালন, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অপকর্ম করার চেষ্টা করে তারা যেন এ পথে পা না বাড়ায়।
তিনি আরও বলেন, এই নারায়ণগঞ্জে ত্বকী হত্যার তদন্ত কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল। আমরা সেই তদন্ত কার্যক্রম শুরু করেছি। আমাদের সাংবাদিক সাগর-রুনি হত্যার তদন্ত কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ডিজিটাল মাধ্যমে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা অপরাধী তারা এই অপতৎপরতা চালিয়ে থাকে। আমরা তাদের আইনের আওতায় আনছি।
এ সময় উপস্থিত ছিলেন- র্যাব-১১-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রবীর কুমার সাহা ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।