বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনের নিচ তলায় স্টোর রুমে অগ্নিকান্ড ঘটেছে। গতকাল সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক মিজানুর রহমান জানান, হাসপাতালের পাঁচ তলা মেডিসিন ভবনের নিচ তলায় স্টোর রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তাদের ৯টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্টোর রুমে একটি বৈদ্যুতিক বোর্ড রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক বোর্ডে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। তবু বিষয়টি তদন্ত করে বলতে পারব। তিনি বলেন, স্টোর রুমে গজ, তুলা, ফোমের বিছানা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এ ছাড়াও ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. রেজোয়ানুল আলম জানান, ঘটনা তদন্তে ছয় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী, স্বাস্থ্য বিভাগের প্রকৌশলী, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক, জেলা প্রশাসকের প্রতিনিধি ও পুলিশ প্রতিনিধি।
সহকারী পরিচালক জানান, হাসপাতালে ভর্তি থাকা রোগীদের পুরাতন ভবনের বিভিন্ন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেডিসিন বিভাগের নতুন করে কোনো রোগী ভর্তি করা হচ্ছে না। স্বাস্থ্য পরিচালকের নির্দেশে রোগীদের বরিশাল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।