নাটকের জন্য উন্মুক্ত করার তিন দিনের মাথায় গতকাল শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো এথিক প্রযোজিত নাটক ‘রাজদ্রোহী’। সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। রচনা ও নির্দেশনায় ছিলেন রেজানুর রহমান। ‘রাজদ্রোহী’ নাটকের কাহিনিতে রয়েছেন একজন লেখক। যেখানে সত্য নয়, মিথ্যাই এই লেখকের লেখালেখির একমাত্র অনুষঙ্গ। অবলীলায় মিথ্যা লেখেন। তার উপন্যাসের সব চরিত্রই নেতিবাচক। ভালো কিছু তার চোখে পড়ে না। ভালোর মধ্যে সব সময় কালো খুঁজেন এই লেখক। খুন, রাহাজানি, অন্যায়-অনাচারের পক্ষে প্রকাশ্যে কথা বলেন। তার উপন্যাসের চরিত্রগুলো একদিন তারই বিরুদ্ধে ক্ষেপে ওঠে। মিথ্যার শক্তি দুর্বল হয়ে যায়। কঠিন সত্যের মুখোমুখি দাঁড়ান লেখক। এভাবেই এগোতে থাকে নাটকের গল্প। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, রেজানুর রহমান, মনি কানচন, সুকর্ন হাসান, দীপান্বিতা রায়, মাহফুজা আফনান অপ্সরা, আজিম উদ্দিন, রেজিনা রুনি, রিমন, এস পি খান শাওন, লিখন মিয়া, রুবেল খান, নাহিদ, দিয়া মনি প্রমুখ। নাট্যকার ও নির্দেশক রেজানুর রহমান বলেন, মঞ্চনাটক আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা বেশ আস্থা ও বিশ্বাসের সঙ্গে বলতে পারি মঞ্চনাটক তার গৌরবের আসন সমুন্নত রেখেছে। বিশেষ করে ঢাকায় মঞ্চ নাটক বেশ সরব। আমাদের সমাজে কী মিথ্যারই দৌরাত্ম্য স্পষ্ট নয়। যে যত বড় মিথ্যুক সে তত বেশি প্রভাবশালী।