ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এসময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮৬ জন। এনিয়ে এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৫ জন, আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৬৫৬ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৯৬ জন, চট্টগ্রাম বিভাগে ২০৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৩, ঢাকা উত্তর সিটিতে ২৮৮, ঢাকা দক্ষিণ সিটিতে ২০৯, খুলনা বিভাগে ১৫২ জন রয়েছেন। এ ছাড়া রাজশাহী বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন, রংপুর ২১ এবং সিলেটে পাঁচজন নতুন রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গুর থাবায় প্রাণ হারানো নারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল সারা দেশে এক হাজার ৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৩৯ হাজার ৭২৪ জন।
এ ছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৬৫৬ জন মানুষ।