রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁওয়ের একটি বাসা থেকে সানাম আক্তার প্রিয়া (৩০) নামে এক নারীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা ৬টার দিকে সবুজবাগ থানা পুলিশের একটি দল লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পাঠিয়েছে। স্থানীয়রা বলছেন, প্রিয়া মৌচাক মার্কেট এলাকায় দর্জির কাজ করতেন।
দক্ষিণগাঁও শাহী মসজিদের পাশে একটি দ্বিতীয় তলায় বাসায় একটি রুম নিয়ে ভাড়া থাকতেন। গতকাল বিকালে কাজের বুয়া ঝাড়ু দিতে গিয়ে চাপানো দরজা ধাক্কা দিয়ে রুমে তাকে রক্তাক্ত অবস্থা প্রথমে দেখতে পান। বিষয়টি বাড়ির মালিককে অবহিত করেন।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. রকিবুল ইসলাম বলেন, মাগুরা সদর উপজেলার চাঁদপুর গ্রামের মান্নু বিশ্বাস চুন্নু ও ছবি বেগমের মেয়ে। তাকে কে বা কারা খুন করেছে তা এখনো জানা যায়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।