দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ঘটানোর পাশাপাশি দেশের বাইরেও রপ্তানি বাড়ানোর লক্ষ্য নিয়ে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ১৯তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৪। গতকাল আইসিসিবির পুষ্পগুচ্ছ (হল-০২)-এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এফবিসিসিআইর অ্যাডমিনিস্ট্রেটর মো. হাফিজুর রহমান।
বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশ (ইপিবি)-এর ভাইস চেয়ারম্যান ও সিইও মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও এফবিসিসিআই পরিচালক ড. কে এম আখতারুজ্জামান। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির ভাইস চেয়ারম্যান ও মেলা কমিটির আহ্বায়ক শেখ আবদুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক এ করিম মজুমদার, মহাসচিব মো. ইলিয়াস সরকার প্রমুখ। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি (বিএফইএ) আয়োজিত আইসিসিবির গুলনকশা (হল-০১) ও পুষ্পগুচ্ছ হলে (হল-০২) এ মেলা চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত বিনা টিকিটে মেলা পরিদর্শন করতে পারবেন ক্রেতারা। মেলায় ৩০টি আসবাবপত্র তৈরি প্রতিষ্ঠানের মোট ১৮৫টি স্টল রয়েছে। এতে ফার্নিচারের পাশাপাশি ঘরের আনুষঙ্গিক জিনিসপত্রও বিক্রি হচ্ছে। দেশীয় ফার্নিচার শিল্পের সর্ববৃহৎ এই আয়োজনে অংশ নিচ্ছে হাতিল, আখতার, ওমেগা ফার্নিচার, নাভানা, রিগ্যাল, নাদিয়া, ব্রাদার্স ফার্নিচারসহ নামিদামি বিভিন্ন প্রতিষ্ঠান। মেলা উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান পণ্যের ওপর ছাড় দিচ্ছেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে বিশ্বে প্রায় ৫০ কোটি ডলারের ফার্নিচারের বাজার রয়েছে। ২০২৫ সালে বিশ্বে ফার্নিচার খাতের বাজার হতে পারে ৬৫ হাজার ৪৬০ কোটি ডলারের। প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআইর অ্যাডমিনিস্ট্রেটর মো. হাফিজুর রহমান বলেন, এ শিল্পে বন্ডেট ওয়ার হাউসের একটি সমস্যা আছে। পাশাপাশি এই সেক্টরে হিউজ ট্যারিফ ট্যাক্স এই শিল্পকে নানাভাবে বাধাগ্রস্ত করে। আমার ধারণা আমরা যদি ট্যাক্সের সমস্যাটা সমাধান করতে পারি তাহলে এই শিল্পকে অনেক উন্নত করা যাবে। আমরা এনবিআর-এর অফিসে গিয়ে এ বিষয়ে আলোচনা করব কীভাবে ট্যাক্সের সমস্যা সমাধান করা যায়।