সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নিয়োগকৃত হাই কোর্ট বিভাগের ‘দুর্নীতিবাজ ও দলকানা’ বিচারপতিদের পদত্যাগ বা অপসারণের দাবিতে প্রধান বিচারপতির কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। গতকাল দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে থেকে প্রধান বিচারপতির কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন তারা। এরপর প্রধান বিচারপতির কার্যালয়ের প্রবেশদ্বারে আইনজীবীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। ব্যারিস্টার এম আশরাফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে শতাধিক আইনজীবী অংশ নিয়ে ৩০ জন বিচারপতির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে বেলা ২টার দিকে সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক আলহাজ গিয়াস উদ্দিন আহমেদ, মহসীন রশিদ, শাহ আহমেদ বাদল, সৈয়দ মামুন মাহবুব, এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, কাজী জয়নাল আবেদীন ও জুলফিকার আলী জুনু প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেন। সাক্ষাৎ শেষে হাই কোর্টের এনেক্স ভবনের সামনে এক ব্রিফিংয়ে আইনজীবী মহসীন রশিদ ও সৈয়দ মামুন মাহবুব জানান, প্রধান বিচারপতির আশ্বাসের পরিপ্রেক্ষিতে হাই কোর্টের ৩০ বিচারপতির পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন ২১ অক্টোবর পর্যন্ত মুলতবি করা হয়েছে। ওইদিন নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে হাই কোর্ট ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ সকাল ১১টায় হাই কোর্ট ঘেরাও দিয়ে গতকাল রাতে সংগঠনটির দুই সমন্বয়ক মো. সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ তাদের ফেসবুকে পোস্ট দেন।
পোস্টে তারা লিখেন, লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আগামীকাল (বুধবার) বেলা ১১টায় হাই কোর্ট ঘেরাও কর্মসূচি। বেলা ১১টায় রাজু ভাস্কর্যে জড়ো হয়ে সেখান থেকে একসঙ্গে হাই কোর্ট অভিমুখে যাত্রা।
আবারও কালো শকুনদের উৎখাত করতে রাজপথ প্রকম্পিত হবে।
সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া দলবাজ বিচারপতি হিসেবে চিহ্নিতদের পদত্যাগ দাবি করে আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ ছাড়া সাধারণ আইনজীবীরাও দলবাজ বিচারপতিদের পদত্যাগ দাবি করে আসছেন।