জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মন্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, গত ১৬ বছর ফ্যাসিবাদী সরকার গোটা রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। দেশের স্বাধীনতা ও অখণ্ডতা বারবার হুমকির মুখে ঠেলে দিয়েছে। মানুষের রক্তের বিনিময়ে জাতি দীর্ঘমেয়াদি দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। ভবিষ্যতে আর কোনো সরকারকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।
গতকাল রাজধানী বারিধারায় জে ব্লক মাঠে বাড্ডা জোনের উদ্যোগে আয়োজিত সিরাতুন্নবী (সা.) কনফারেন্স ও জমিয়তে সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমী। বক্তব্য রাখেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আবদুল কুদ্দুস কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা ফজলুল করিম কাসেমী প্রমুখ।