দ্রুতসময়ে ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা। গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে ‘৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।
এতে লিখিত বিবৃতি পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. সোহাগ হোসেন। তিনি বলেন, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের প্রায় পাঁচ মাস অতিবাহিত হওয়া, রিটেন পরীক্ষার সময়সূচি ঘোষণা করে তা পিছিয়ে দেওয়া এবং আরও বিভিন্ন উদ্ভূত পরিস্থিতি নিয়ে তারা অত্যন্ত হতাশাগ্রস্ত। ৪৬তম বিসিএস নিয়ে সৃষ্ট যে কোনো ধরনের অনিশ্চয়তা তাদের জন্য অভিশাপ বয়ে আনবে। তারা আরও বলেন, নতুন কমিশন যদি মনে করেন, স্বচ্ছতার স্বার্থে আবার তদন্ত হওয়া দরকার, আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই। প্রশ্নফাঁসের তদন্ত করে যদি প্রমাণ পায়, তবে অভিযুক্তদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক। কোনো পরিশ্রমী ও সৎ পরিক্ষার্থীরা যেন এই নতুন বাংলাদেশে ক্ষতিগ্রস্ত না হন, এমন ব্যবস্থা করবেন বলে আশা রাখি। তারা বলেন, ১৬৪ ধারায় দেওয়া পিএসসির কর্মচারীর জবানবন্দি যদি সত্য হয়, তবে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক- যেন ন্যায্যবিচার হয়, যাতে তাদের (পরীক্ষার্থীদের) পরিশ্রমের মর্যাদা অক্ষুণœ থাকে। তাই পরীক্ষা বাতিল নয় বরং দ্রুত লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হোক, যাতে প্রতিটি পরীক্ষার্থী তাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে পারে।