বরিশালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে আরও আক্রান্ত ৯৫ রোগী বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া রোগী আরতি (৫০) পিরোজপুরের নেছারবাদ উপজেলার বাসিন্দা। তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে গত ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত বরিশাল বিভাগের সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ রোগীর মৃত্যু হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) শ্যামল কৃষ্ণ মণ্ডল জানিয়েছেন, এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২১ রোগী। এ ছাড়া বরগুনা, পিরোজপুর ও পটুয়াখালীতে দুজন করে এবং ভোলায় একজন মারা গেছেন।