বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, আপনারা সতর্ক থাকুন। শেখ হাসিনা বসে নেই। দেশ নিয়ে অনেক চক্রান্ত চলছে। ফ্যাসিবাদীরা কিন্তু থেমে নেই। গভীর ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য শুধু অনভিপ্রেত নয়, এটা একটি গভীর মাস্টারপ্ল্যানের অংশ। গতকাল রাজধানীর গোড়ানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার ভাইরাল ভিডিও প্রসঙ্গে রিজভী আরও বলেন, ভিডিওতে তার বক্তব্য ভাইরাল হয়েছে। তিনি বলেছেন, আমি বাংলাদেশের কাছেই আছি। গোপালগঞ্জে যদি কেউ কিছু করতে আসে, তাহলে তার হাত গুঁড়িয়ে দাও। তার কথার মধ্যে কিন্তু শান্তির কথা নেই, স্বস্তির কথা নেই। তিনি আরও বলেন, শেখ হাসিনা যে এত শিশু-কিশোর বাচ্চাদের হত্যা করলেন- তারপরও তার মধ্যে কিন্তু কোনো অনুশোচনা নেই। এখনো তার মনের মধ্যে দখলদারির মনোভাব। এ ধরনের একজন ঘাতক নারীকে আশ্রয় দিয়েছে পার্শ্ববর্তী দেশ।