বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচনের রোডম্যাপ যত তাড়াতাড়ি ঘোষণা করা হবে, নাগরিক প্রত্যাশা তত দ্রুত পূরণ হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরম খাঁ হলে জিয়া প্রজন্ম দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, এখন গুরুত্বপূর্ণ হলো একটি ভালো নির্বাচন। দেশের জনগণ অপেক্ষায় আছে নির্বাচন কোন দিন হবে। তাই এ সরকারের উচিত যত দ্রুত সম্ভব নির্বাচনের দিন-তারিখ ঠিক করা। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা কী কী করবেন তা দ্রুত সম্পন্ন করেন। একটি নির্বাচনের দিন-তারিখ ঠিক করেন, রোডম্যাপ করেন। ভালো নির্বাচন কী করে করতে হয়, তা এ দেশের জনগণ ভালো করেই জানে। পুলিশ ঠিক করতে হবে, প্রশাসন ঠিক করতে হবে। এসব টালবাহানা দেশের জনগণ দেখতে চায় না।
সেনাপ্রধানের উদ্দেশে তিনি বলেন, আপনারা যে ৬০০ জনকে আশ্রয় দিয়েছিলেন, তারা কারা? তারা কোথায় গেলেন? তাদের তালিকা প্রকাশ করুন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা।