সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের এমপি নুরুজ্জামান আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাঁকে ২৩ অক্টোবর হাজির হতে বলা হয়েছে। গতকাল দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান। এর আগে ৫ সেপ্টেম্বর নুরুজ্জামান আহমেদের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক।
জানা যায়, লালমনিরহাট-২ আসনের সাবেক এমপি নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ভুয়া রোগী সাজিয়ে সরকারি অনুদানের অর্থ হাতিয়ে নেওয়া, কভিডের সময় প্রশিক্ষণ না করিয়ে বিল উত্তোলন এবং কাজ না করেই টিআর, কাবিখার মতো বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ এনেছে দুদক।