রাজশাহীতে এক বৃদ্ধ রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার নাম মো. আলম (৬৫)। তিনি নগরীর বড়বনগ্রাম মহল্লার বাসিন্দা ছিলেন।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর কাটাখালী বাজার সংলগ্ন এলাকায় সড়কের পাশে তার লাশ পাওয়া যায়। ঘটনাস্থলে আলমের রিকশাটি পাওয়া যায়নি। পুলিশ ও পরিবারের ধারণা, আলমের রিকশাটি নেওয়ার জন্য ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, আলমের লাশের গলা ও বুকে ধারালো অস্ত্রের জখম ছিল। রাতে সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি পুলিশে খবর দেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়।