যুক্তরাষ্ট্রে মারা যাওয়া কথিত ব্যক্তির বিমার ৫ মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে অভিনব উপায়ে প্রতারণার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম পান্না বেগম (৪১)।
গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব জানান।
তিনি জানান, বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে প্রতারণার নগদ ৬ লাখ ১ হাজার ২৫০ টাকা, বিভিন্ন ব্যাংকের ৩৬টি অ্যাকাউন্টের চেকের পাতা, ৩টি ভিসা কার্ড, প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন, ৮টি সিমকার্ড, পান্না ইন্টারন্যাশনাল নামে ভুয়া এজেন্সির ৮টি ভিজিটিং কার্ড, প্রতারণার কাজে ব্যবহৃত ১টি রাবার স্ট্যাম্প ও ১টি সিল প্যাড এবং ১টি অফিসিয়াল হাত ব্যাগ জব্দ করা হয়। পাঁচ মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে ভুক্তভোগী নুরুজ্জামান ১২ অক্টোবর নিউমার্কেট থানায় একটি মামলা করেন।