অন্তর্বর্তী সরকারের ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক বলেছেন, দেশে উন্নয়নের নামে লুটপাট হয়েছে। আর এ লুটপাটের ভুক্তভোগী হয়েছেন দেশের মানুষ। এখানে যে পরিকল্পিত টেকসই একটি বাঁধ নির্মাণের জন্য মানুষের জানমাল ডুবে শেষ হয়েছে। সেই বাঁধটি এখনো নির্মাণ হয়নি। অথচ লুটপাটের কাছে এ বাঁধ নির্মাণের খরচ ক্ষুদ্র বালি কণার সমান। গতকাল সকালে শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর বেড়িবাঁধ ভেঙে যাওয়া বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, এখানে কী সমস্যা আপনারাই ভালো জানেন। আপনাদের পরামর্শক্রমে জনগণের দুর্ভোগ লাগবে এ বাঁধের স্থায়ী সমাধান করা হবে। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারকে নগদ ৬ হাজার করে টাকা, দুই বান্ডেল ঢেউটিন এবং ৪৫টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক উপস্থিত ছিলেন।