ডিমের দাম বেশি রাখায় রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের বিসমিল্লাহ স্টোরকে ৩০ হাজার এবং আদাবরের আলবানিয়া ইন্টারন্যাশনালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার ম ল এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দেখা যায়, মোহাম্মদপুর কৃষি মার্কেটের বিসমিল্লাহ স্টোরে সরকার নির্ধারিত খুচরা বিক্রয় মূল্য ১১ টাকা ৮৭ পয়সার পরিবর্তে ১৩ টাকা ৩৩ পয়সায় প্রতিটি ডিম বিক্রির প্রমাণ পাওয়া যায়।
যার ফলে সতর্কতামূলকভাবে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া রাজধানীর আদাবর থানাধীন বায়তুল আমান হাউসিং এলাকায় আলবানিয়া ইন্টারন্যাশনাল নামক ডিম সরবরাহকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। ডিম কেনার পাকা ক্যাশমেমো সংরক্ষণ না করা, বিক্রির ক্যাশমেমোতে কার্বন কপি না থাকা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।