রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের দুই নেতানেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরীক্ষা দিতে এসে আটক হন তারা। গতকাল নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মালেক তথ্যটি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বেগম রোকেয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলফি শাহরিন আরিয়ানা এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের একই বর্ষের শিক্ষার্থী ও ইনস্টিটিউট ছাত্রলীগের যুগ্মসম্পাদক সৈকত রায়হান।
এ পুলিশ কর্মকর্তা জানান, পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের জেলে পাঠানো হয়েছে। অন্য আসামিদের বিষয়েও আইনি প্রক্রিয়া চলমান আছে।
এর আগে ১৭ অক্টোবর পরীক্ষা দিতে এলে অন্য শিক্ষার্থীরা তাদের সঙ্গে পরীক্ষা দিতে অস্বীকৃতি জানান। ফলে হট্টগোল সৃষ্টি হলে প্রক্টরিয়াল বডি সেখানে উপস্থিত হন। শিক্ষার্থীরা তাদের প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেন। পরে প্রক্টর দপ্তর থেকে তাদের আটক করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর অস্ত্র নিয়ে হামলা, নির্যাতন, হুমকি, সিট বাণিজ্যসহ নানা অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে। সে মামলার এজাহারভুক্ত আসামির তালিকায় ছিলেন আরিয়ানা ও সৈকত রায়হান।