১ এপ্রিল, ২০২০ ০৩:১১

ঝালকাঠিতে হোম কোয়েরেন্টাইনে ১৮৫ প্রবাসী

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে হোম কোয়েরেন্টাইনে ১৮৫ প্রবাসী

প্রতীকী ছবি

ঝালকাঠি জেলা প্রশাসনের সংবাদ মাধ্যমে দেওয়া তথ্য মতে করোনাভাইরাসের প্রকোপ রুখতে স্বাস্থ্য বিভাগ হোম কোয়ারেন্টাইন বা বাড়িতে পর্যাবেক্ষনে রেখেছেন ১৮৫ জন প্রবাসীকে। 

নির্ধারিত ১৪ দিন শেষ হওয়ায় ১৫৮ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ১ মার্চ থেকে বিদেশ থেকে এই জেলায় ২১০ জন প্রাবাসী এসেছেন তারা সবাই পর্যাবেক্ষনে রয়েছে। 

করোনাভাইরাসে আক্রান্তের চিকিৎসার জন্য ৫১টি বেড সরকারী হাসপাতালে তৈরী করে রাখা হয়েছে। ৬৫ভজন ডাক্তার ও ১২৮ জন সেবিকাকে প্রস্তুত রাখা হয়েছে। ৩৫০টি পিপিইর মধ্যে ইতোমধ্যেই ২৫০ টি বিভিন্ন হাসপাতালে বিতরন করা হয়েছে। ১৬টি আইসোলোশনের ব্যবস্থা করা হয়েছে। 

জেলার বিভিন্ন পৈরসভা ও ইউনিয়ন পরিষদে এখন পর্যন্ত ১৫৪ মে.টন খাদ্য ও ৮.৫ লাখ টাকা বরাদ্ধা দেওয়া হয়েছে। ইতোমধ্যেই ৩৯৫০টি পরিবারের মধ্যে ৩৯.৫ মে.টন খাদ্য সহায়তা ও ৭,১৪,৫০০ নগদ অর্থ ইতিমধ্যেই পৈরসভা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ করা হয়েছে।  


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

সর্বশেষ খবর