২৪ ডিসেম্বর, ২০১৬ ১২:৪৩

এপোলো এসএলএইচডি টায়ার উন্মোচন

প্রেস বিজ্ঞপ্তি

এপোলো এসএলএইচডি টায়ার উন্মোচন

মাঝারি থেকে ভারী যানবাহনের জন্য আন্তর্জাতিক টায়ার ব্র্যান্ড এপোলো এসএলএইচডি টায়ার আনুষ্ঠানিক উন্মোচন করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এপোলো এসএলএইচডি টায়ার উদ্বোধন করেন এপোলো টায়ার লিমিটেড গ্রুপ বিপনন প্রধান রাজেশ ধাইয়্যা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রহিম আফরোজ ডিষ্ট্রিবিউশন লিমিটেডের চেয়ারম্যান মো. ইসমাঈল, এপোলো টায়ার লিমিটেডের এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার প্রেসিডেন্ট সাতিশ শর্মা, এপোলো টায়ার লিমিটেডের অরবিন্দ কৃষ্ণা, রাজেশ উদয় কুমার, আরিফুল করিম এবং রহিম আফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের মুদাস্সির মুর্তজা মঈন, আলতাফ হোসেইন মোখলেছুর রহমান,  কাজী আবিদুল হক।

এপোলো এসএলএইচডি টায়ার সম্পর্কে সাতিশ শর্মা বলেন, নতুন প্রযুক্তির টায়ারটি মূলত বাংলাদেশের উপযোগী করে বানানো হয়েছে যা আমাদের আরএন্ডডি বিভাগের অনেক চেষ্টার ফসল। এই টায়ারটি  বাংলাদেশের মাঝারী থেকে ভারি মানের যানবাহনের জন্য তৈরি করা হয়,  যা অনেক ক্ষয়রোধী, সাশ্রয়ী এবং সব রাস্তায় চলাচল উপযোগী।

  

বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৬/ফারজানা/পাভেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর