২৬ ডিসেম্বর, ২০১৬ ১৪:৩৭

নাজিরহাটে রূপালী ব্যাংকের শাখা উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি

নাজিরহাটে রূপালী ব্যাংকের শাখা উদ্বোধন

উত্তম সেবার নিশ্চয়তা নিয়ে ফটিকছড়ি পৌরসভার নাজিরহাটে ফরিদ অ্যান্ড তালুকদার ভবনে সোমবার যাত্রা শুরু করেছে রূপালী ব্যাংক লিমিটেডের ৫৬২তম শাখা।

প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান। এসময় তিনি বলেন, মানুষের আস্থাই রূপালী ব্যাংকের প্রকৃত মূলধন। রূপালী ব্যাংক গ্রামীণ জনগোষ্ঠীর উন্নতির লক্ষে দেশের ৫৬১টি শাখার মধ্যে ২৫৯টি শাখা পল্লী ও মফস্বল অঞ্চলে খুলেছে। এর মধ্যে অন্যতম নাজিরহাট শাখা। ব্যাংকের এ শাখাটি এ অঞ্চলের মানুষকে জাতীয় অর্থনীতির আওতায় আনতে ভূমিকা রাখবে।

উদ্বোধন অনুষ্ঠানে টেলি-কনফারেন্সে অংশ নেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আতাউর রহমান প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো. সেলিম উদ্দিন। তিনি বলেন, সরকারি ব্যাংককে মানুষ অনেক বেশি বিশ্বাস করে। এ ব্যাংকের মালিক জনগণ, রূপালী ব্যাংক মুনাফার চেয়ে জনগণের সেবার প্রতি বেশি মনযোগী। সরকারি ব্যাংক জনগণকে সেবা দিতে বাধ্য।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নাজিরহাট শাখার ব্যাবস্থাপক জামাল পাশা। রূপালী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম বিভাগীয় প্রধান মহাব্যবস্থাপক ওয়াকার আহমেদ খানের সভাপতিত্বে এবং ব্যাংকের স্টেশন রোড কর্পোরেট শাখার ব্যাবস্থাপক এসপিও ইফতেখার উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান কার্যালয় প্রকৌশল বিভাগের ডিজিএম সৈয়দ আবুল মনসুর, জোনাল ম্যানেজার চট্টগ্রাম পশ্চিমের ডিজিএম গোলাম মরতুজা, জোনাল ম্যানেজার চট্টগ্রাম পূর্বের ডিজিএম শওকত ওসমান, রূপালী সদন চট্টগ্রামের ডিজিএম মো. শাহজাহান চৌধুরী, ভবন মালিক ফরিদ কোম্পানী, নাজিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি বাছা মিয়া, সিবিএ চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান জুয়েল। উপস্থিত ছিলেন ব্যাংকের অডিট টিমের ডিজিএম কবিতা দত্ত, চট্টগ্রাম বিভাগীয় এজিএম বৃন্দ, স্থানীয় ব্যবসায়ী রফিক আহমেদ, মাস্টার দিদারুল আলম, রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক মো. শাহীনসহ বিভিন্ন শাখা হতে আগত শাখা ব্যবস্থাপকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ। 


বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৬/ফারজানা/পাভেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর