২ জানুয়ারি, ২০১৭ ১৯:৪২

দ্বিতীয় মেয়াদে রূপালী ব্যাংকের পরিচালক হলেন ড. সেলিম

প্রেস বিজ্ঞপ্তি

দ্বিতীয় মেয়াদে রূপালী ব্যাংকের পরিচালক হলেন ড. সেলিম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিনকে (এফসিএমএ, এফসিএ) গত ২২ ডিসেম্বর রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে দ্বিতীয় মেয়াদে পুন:নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। তিনি আগামী ৩ বছর ব্যাংকের পরিচালক হিসেবে কাজ করবেন।

অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন একজন ফেলো চার্টার্ড একাউন্টেন্ট (এফসিএ), ফেলো কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট এবং চার্টার্ড পাবলিক ফাইন্যান্স একাউন্টেন্ট (যুক্তরাজ্য)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক। ১৯৯৯ সালে তিনি বেলজিয়াম ব্রাসেলস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।

তিনি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লি. এর পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার পূর্বে তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় কোয়ালিফাইং-এর পর স্বল্প সময়ের জন্য সাতকানিয়া সরকারি কলেজে যোগদান করেন।

ড. মো. সেলিম উদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটস্থ বিশিষ্ট শিক্ষাবিদ ফকির আহমদ মাষ্টারের সুযোগ্য সন্তান।


বিডি-প্রতিদিন/পাভেল/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর