শিরোনাম
৮ জানুয়ারি, ২০১৭ ১৭:১৯

রূপালী ব্যাংকের ডিএমডি আবু নাসের চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

রূপালী ব্যাংকের ডিএমডি আবু নাসের চৌধুরী

এস টি এম আবু নাসের চৌধুরীকে রূপালী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। রূপালী ব্যাংকে যোগদানের পূর্বে তিনি জনতা ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত ০৫ জানুয়ারি তাকে এ দায়িত্ব দেয়া হয়।  

আবু নাসের চৌধুরী বিআরসি'র মাধ্যমে জনতা ব্যাংকে ১৯৮৬ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ব্যাংকিং কর্মকান্ডের পাশাপাশি তিনি সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন এবং কথাসাহিত্যিক নাসের রহমান হিসেবে তিনি সমধিক পরিচিত। ইতোমধ্যে তার লেখা ১১টি গল্পগ্রন্থ ও উপন্যাস প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংবাদ পাঠক।

আবু নাসের ১৯৫৮ সালে ফটিকছড়ি উপজেলার পাইন্দং গ্রামে ঐতিহ্যবাহী তোরাবিয়া পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশিষ্ট সমাজসেবক মরহুম শহিদুর রহমান চৌধুরী ছিলেন পাইন্দং হেদায়েতুল ইসলাম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তিনি চীন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ব্যাংকিং সেমিনারে অংশগ্রহণ করেন।

বিডি-প্রতিদিন/পাভেল/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর