১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:০৭

ভিভিটেকের ডিএক্স৫৬৩এসটি প্রজেক্টর বাজারে

প্রেস বিজ্ঞপ্তি

ভিভিটেকের ডিএক্স৫৬৩এসটি প্রজেক্টর বাজারে

তাইওয়ানের বিশ্বখ্যাত ব্র্যান্ড ভিভিটেকের শর্ট থ্রো প্রজেক্টর ডিএক্স৫৬৩এসটি বাংলাদেশের বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। 

আধুনিক এই প্রজেক্টরে রয়েছে ৩০০০ আন্সি লুমেন্স এবং ডব্লিউইউএক্সজিএ রেজ্যুলেশন পর্যন্ত ব্যবহার উপযোগী। এছাড়াও এই প্রজেক্টরটি ১৫০০০: ১ কন্ট্রাস্ট র‌্যাসিও, এইচডিএমআই ১.৪( ব্লু রে উপযোগী), আরএস২৩২ সিরিয়াল পোর্ট সাপোর্ট করে।

এতে ভিজিএ ইন, ভিজিএ আউটের ব্যবহারিতাও রয়েছে। মূলত এই প্রজেক্টরটি শর্ট থ্রো প্রযুক্তিতে তৈরি করায় খুব কাছ থেকেও ব্যবহার করা সম্ভব। তাই কনফারেন্স রুম ও সাধারণ ক্লাস রুমে এই প্রজেক্টরটি বিশেষ উপযোগী।

এর ল্যাম্প লাইফ ১০ হাজার ঘন্টা পর্যন্ত কার্যকরী হওয়ায় বর্তমানে বাজারে এই প্রজেক্টরটি প্রচুর সুনাম অর্জন করেছে।  প্রজেক্টরটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ হাজার টাকা।

সহজে ব্যবহার উপযোগী এই প্রজেক্টরটিতে রয়েছে দুই বছরের বিক্রয়োত্তর সেবা এবং ল্যাম্পের জন্য রয়েছে এক হাজার ঘন্টা পর্যন্ত বিক্রয়োত্তর সেবা। 

পণ্যটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের যে কোন শাখায় ও নির্ধারিত ডিলার হাউজে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০১৯৭৭-৪৭৬৪৫৯, ০১৯৬৯-৬৩৩১২৯। 

 

বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর