২২ ফেব্রুয়ারি, ২০১৭ ২২:৩৭

সিআইপি কার্ড দিল শিল্প মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

সিআইপি কার্ড দিল শিল্প মন্ত্রণালয়

পাঁচ ক্যাটাগরিতে মোট ৫৬ ব্যবসায়ীকে সিআইপি কার্ড দিল শিল্প মন্ত্রণালয়। দেশের জাতীয় অর্থনীতিতে অবদানের জন্য ‘সিআইপি (শিল্প) নির্বাচন নীতিমালা, ২০১৪’ অনুযায়ী ২০১৫ সালের জন্য পাঁচ ক্যাটাগরিতে মোট ৫৬ ব্যবসায়ীকে বেঁছে নেওয়া হয়। বুধবার হোটেল পূর্বাণীতে ২০১৫ সালের নির্বাচিত উদ্যোক্তাদের হাতে কার্ড তুলে দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদসহ সিআইপি (শিল্প) হিসেবে নির্বাচিত উদ্যোক্তারা। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইসলাম রি-রোলিং মিলের ব্যবস্থাপনা পরিচালক আজহারুল ইসলাম ‘বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ’ ব্যক্তি হিসেবে সিআইপি কার্ড (সিআইপি-শিল্প) পেয়েছেন। অনুষ্ঠানে সিআইপিদের হাতে শিল্প মন্ত্রণালয় থেকে এক বছরের জন্য একটি পরিচয়পত্র দেয়া হয়। এ পরিচয়পত্র দিয়ে সচিবালয়ে প্রবেশসহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি কর্পোরেশনের নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন তারা। এছাড়াও সিআইপিরা ব্যবসা সংক্রান্ত ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন। ভিসা প্রাপ্তির সুবিধার্থে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট দূতাবাসকে ‘লেটার অব ইন্ট্রুডাকশন’ দেবে।


বিডি-প্রতিদিন/অ্যাড/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর