২০ মার্চ, ২০১৭ ০৩:২৪

পুর্ণাভা আয়োজিত ফার্স্ট হোমসেফ ফেস্টিভ্যাল ২০১৭

অনলাইন ডেস্ক

পুর্ণাভা আয়োজিত ফার্স্ট হোমসেফ ফেস্টিভ্যাল ২০১৭

পুর্ণাভা আয়োজিত প্রথম হোমশেফ ফেস্টিভ্যাল ২০১৭ ইমান্যুয়েলস ব্যাঙ্কুয়েট হলে গুলশান-১ এ গত ১৮ই মার্চ শনিবার অনুষ্ঠিত হয়েছে। সম্পূর্ণ ঘরে তৈরি খাবার আর এক্সপার্ট হোম কুকদের নিয়ে দিনব্যাপী অভিনব এই উৎসবের সহযোগীতায় ছিল আরকু এবং আরএফএল ডিসপো। ২০ জনেরও বেশি রন্ধন শিল্পী এবং ৮-১৪ বছর বয়সী ১০ জন জুনিয়র হোমশেফ নিয়ে এই আয়োজনের মূল থিম হচ্ছে ঘরে তৈরী স্বাস্থ্যকর খাবারকে আর্থিক উপার্জনের উৎস হিসেবে পরিচিত করা। 

হোমসেফ হল বাংলাদেশের এই মূহুর্তের সবচেয়ে বড় রেসিপি সংযোগকারী  অনলাইন প্ল্যাটফরম এবং প্যাশনেট সব হোমকুকদের কমিউনিটি। হোমসেফ ওয়েবসাইটে এই মুহুর্তে ১৫০০ এরও বেশি অথেনটিক রেসিপি আছেন, সংযুক্ত আছেন ২০০ এর বেশি শেফ। ওয়ানস্টপ সলিউশন হিসেবে পরিচিতি পাওয়া এই পোর্টালটি গত এক বছর ধরে হোমমেড ফুড আর হোম কুকের এক বিরাট কমিউনিটি নিয়ে কাজ করে যাচ্ছে।যেখানে ১০০০ এরও বেশি রন্ধনশিল্পী একই সাথে নিজেদের মধ্যে এবং তাদের ক্রেতাদের সাথে সংযক্ত হতে পারে। বাসার তৈরি খাবারও যে হতে পারে আর্থিক উপার্জনের এক স্বতন্ত্র উৎস, এই ধারনাকে প্রতিষ্ঠিত করতেই হোমসেফ কাজ করে যাচ্ছে। হোমশেফ সম্পর্কে আরো জানতে ওয়েবসাইটটি দেখতে পারেন।  www.homechef.com.bd 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর