২০ মার্চ, ২০১৭ ০৩:৪৩

বিবিএফের উদ্যোগে ৬ষ্ঠ বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

বিবিএফের উদ্যোগে ৬ষ্ঠ বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) সহযোগিতায় গত ১৮ মার্চ শনিবার ‘৬ষ্ঠ বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম সেমিনার’-এর আয়োজন করা হয়। ঢাকা ব্যাংক লিমিটেড, বেক্সিমকো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সহায়তায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ান ঢাকায় সেমিনারটির আয়োজিত হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের (বিবিএফ) এবারের এই বার্ষিক আয়োজনের থিম বা প্রতিপাদ্য হলো ‘ব্র্যান্ডিং ইন ডিজিটাল এজ’ বা ‘ডিজিটাল বা প্রযুক্তির এই যুগে ব্র্যান্ডিং’। সেমিনারটি আয়োজনের লক্ষ্য হলো সিএক্সও বা শীর্ষ নির্বাহী, হেড অব মার্কেটিং বা বিপণন প্রধান, ব্র্যান্ড ম্যানেজার, এজেন্সি হেড, অপারেশন হেড, ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্ট এবং বাংলাদেশের নেতাদের (লিডারস অব বাংলাদেশ) ডিজিটাল ট্রানজিশন বা প্রযুক্তিগত উত্তরণের প্রক্রিয়া সম্পর্কে সচেতন করে তোলা। যাতে তারা বাংলাদেশকে ইতিবাচক উপায়ে বদলে দেওয়া নিত্যনতুন ও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ও এটির সাথে খাপ খাইয়ে নিতে উৎসাহ বোধ করেন।

দিনব্যাপী এই সেমিনারে বক্তব্য দেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) প্রো ভাইস চ্যান্সেলর ডক্টর চার্লস সি ভিলানুয়েভা । তিনি অতিথিদের অংশ নেওয়ার জন্য স্বাগত জানান। এতে বিশেষ বক্তব্য দেন ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব সৈয়দ মাহবুবুর রহমান। সেমিনারে সূচনা উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের (বিবিএফ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রতিষ্ঠাতা জনাব শরিফুল ইসলাম।

সেমিনারে প্রথমেই মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড মার্কেটিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও এশিয়া মার্কেটিং ফেডারেশনের সহপ্রতিষ্ঠাতা জনাব হারমাওয়ান কার্তাজায়া। তাঁর মূল প্রবন্ধ উপস্থাপনের পরই সেমিনারে অংশগ্রহণকারীদের গোইজুয়েটা বিজনেস স্কুল অব ইমোরি ইউনিভার্সিটির মার্কেটিংয়ের প্রফেসর চার্লস এইচ কেলস্টাডট ও প্রফেসর জগদীশ শেঠের বক্তব্যের রেকর্ড বাজিয়ে শোনানো হয়। পরবর্তী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোকা-কোলার ভারত ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং জনাব দেবব্রত মুখার্জী। 

এছাড়া সেমিনারে ‘ট্র্যাডিশনাল টু ডিজিটাল : দ্য অর্গনাইজশেনাল পারসপেক্টিভ’ বা ‘সনাতন পদ্ধতি থেকে প্রযুক্তির ব্যবহার : প্রাতিষ্ঠানিক প্রেক্ষিত’ শীর্ষক একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়। এই পর্বে প্যানেল আলোচনায় অংশ নেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ সাদ আন্দালীব, গ্রামীণফোনের সিনিয়র ডিরেক্টর এবং হেড অফ ট্রান্সর্ফম কাজী মাহবুব হাসান, রহিম আফরোজ সোলারের গ্রুপ ডিরেক্টর জনাব মুনাওয়ার মিসবাহ মঈন এবং আমরা টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সৈয়দ ফরহাদ আহমেদ।

দিনব্যাপী এই সেমিনারে অতিথিসহ  শীর্ষ নির্বাহী, হেড অব মার্কেটিং, ব্র্যান্ড ম্যানেজার, এজেন্সি হেড, অপারেশন হেড ও বাংলাদেশের নেতৃবৃন্দ মিলিয়ে প্রায় ৩৫০ জন অংশ নেন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) সহযোগিতায় ৬ষ্ঠ বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম সেমিনার’ শীর্ষক দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করে বিবিএফ। এটি আয়োজনে আরো সহায়তা করেছে ঢাকা ব্যাংক লিমিটেড, বেক্সিমকো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, ইয়েলো, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড ও রহিম আফরোজ সোলার। ইভেন্ট পার্টনার হিসেবে ছিল হোটেল লা মেরিডিয়ান ঢাকা। এতে এয়ারলাইন পার্টনার হয়েছে ইতিহাদ এয়ারওয়েজ। সুপারশপ স্বপ্ন হয়েছে রিটেইল পার্টনার। টেরাকোট্টা হয়েছে ব্র্যান্ডিং পার্টনার। এমএসবি স্ট্র্যাটেজিক পার্টনার, আমরা টেকনোলজি পার্টনার, ওয়েবেবল সোশ্যাল মিডিয়া পার্টনার হয়েছে। এছাড়া পিআর বা জনসংযোগ পার্টনার হয়েছে মাস্টহেড পিআর।               

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর