২৬ মার্চ, ২০১৭ ১১:২২

ইয়ামাহার আয়োজনে 'ইউজ হেলমেট রাইড সেইফ' শীর্ষক শোভাযাত্রা

অনলাইন ডেস্ক

ইয়ামাহার আয়োজনে 'ইউজ হেলমেট রাইড সেইফ' শীর্ষক শোভাযাত্রা

বাংলাদেশে প্রতি বছর প্রায় দুই হাজার নাগরিক সড়ক দুর্ঘটনায় মারা যায়। যার মধ্যে মোটরসাইকেল আরোহীদের মৃত্যুর ঝুঁকি ৯০ ভাগ বেড়ে যায় শুধু হেলেমট না পরার জন্য। 

২৬শে মার্চ ইয়ামাহা 'ইউজ হেলমেট রাইড সেইফ এক পতাকা এক দেশ এগিয়ে চলো বাংলাদেশ'  স্লোগানে আয়োজন করছে র‌্যালি। 

র‌্যালি শুরু হবে মানিক মিয়া এভিনিউ-ঢাকা থেকে ৩০০ ফিট, বালির ব্রিজ পর্যন্ত। এক হাজার বাইকার মিলিত হবে মানিক মিয়া এভিনিউতে। 

দেশের ১৪টি জেলায় এক সঙ্গে জাতীয় সংগীত গাওয়ার মধ্যে দিয়ে বিকেল তিনটায় শুরু হবে এই র‌্যালি। 

র‌্যালিতে অংশগ্রহণকারী সকল বাইকার সচেতনতামূলক লিফলেট বিতরণ করবে জনগণের মাঝে। প্রথমবারের মতো দেশের সকল বাইকার মিলে একসঙ্গে এই স্বাধীনতা র‌্যালি করতে যাচ্ছে। 

এ সি আই মটরস্ এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে। এছাড়া আয়োজনটিতে সহযোগিতা করছে কেবি রাইডার জেড। 

এই র‌্যালিতে অংশ নেবেন ডঃ এফ এইচ আনসারী, ইক্সেকিউটিভ ডিরেক্টর,এ সি আই এগ্রিবিজনেস; সুব্রত রঞ্জন দাস, চীফ বিজনেস অফিসার, এ সি আই মটরস্; মোহাম্মাদ আজম আলী, ডিরেক্টর সেলস্, এ সি আই মটরস্; রবিউল হক, মার্কেটিং ম্যানেজার, এ সি আই মটরস্; রাজিব নূর,প্রোডাক্ট ম্যানেজার, এ সি আই মটরস্; মোহাম্মাদ সাইফুল আলম,অ্যাসিস্ট্যান্ট সেলস্ ম্যানেজার, এ সি আই মটরস্। 


বিডি প্রতিদিন/২৬ মার্চ, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর