৭ মে, ২০১৭ ১৩:২১

অপ্পো'র ডুয়েল সেলফি ক্যামেরা ফোন আসছে

অনলাইন ডেস্ক

অপ্পো'র ডুয়েল সেলফি ক্যামেরা ফোন আসছে

অপ্পো মোবাইল বাজারে নিয়ে আসছে নতুন অপ্পো F3 ক্যামেরা ফোন। এই আকর্ষণীয় হ্যান্ডসেট-এ থাকছে ডুয়েল সেলফি ক্যামেরার বিশেষ চমক। একটি সেলফির জন্য এবং আরেকটি গ্রুপ সেলফির জন্য। 

২০১১ থেকে অপ্পো স্মার্টফোন সেলফি ট্রেন্ড-এর লিডার হিসেবে পরিচিত হয়ে উঠেছে। F3 ক্যামেরা ফোনের ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা গ্রুপ সেলফি তোলার জন্য রয়েছে বিশেষ প্রযুক্তি। 

আরেকটি ফ্রন্ট ক্যামেরা আছে ৮ এমপি এবং ফোনের পেছনে থাকছে ১৬ এমপি ব্যাক ক্যামেরা। F3 ক্যামেরা ফোনে আরও আছে দারুণ ফিঙ্গার প্রিন্ট সেন্সর, সাথে রয়েছে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি রম ও ৩২০০ এমএএইচ ব্যাটারি। অপ্পো F3 ক্যামেরা ফোনের লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ মে ২০১৭, হোটেল লা মেরিডিয়ান-এ। 

অপ্পো F3 ক্যামেরা ফোন প্রি-বুক করা যাবে ৭ মে থেকে ১৩ মে পর্যন্ত। ফোনটি বাজারে পাওয়া যাবে ১৩ মে থেকে। এই স্মার্টফোন পাওয়া যাবে অপ্পো-এর সকল আউটলেটে। অপ্পো মোবাইল বাংলাদেশের বাজারে প্রবেশ করে ২০১৪ সালের সেপ্টেম্বরে। সারা দেশে এখন অপ্পো-এর ৩০০০-এর মতো আউটলেট রয়েছে।

বিডি প্রতিদিন/০৭ মে ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর