৮ মে, ২০১৭ ১০:৩৬

সমঝোতা স্মারক স্বাক্ষর করল টেলিটক

অনলাইন ডেস্ক

সমঝোতা স্মারক স্বাক্ষর করল টেলিটক

শিক্ষার্থীদের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে উপবৃত্তির টাকা দেয়ার লক্ষ্যে বিনামূল্যে সিম বিতরণের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে টেলিটক।

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম এমপি, শিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


বিডি প্রতিদিন/৮ মে, ২০১৭/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর