১৫ মে, ২০১৭ ১২:১৯

এ্যাপোলো হসপিটালস ঢাকায় মা দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি

এ্যাপোলো হসপিটালস ঢাকায় মা দিবস উদযাপন

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার দিবসটি উদযাপন করা হয়। মা দিবস উদযাপনের মাধ্যমে পরিবারে মায়ের ভূমিকা, মাতৃত্ব, মাতৃ বন্ধন এবং সমাজে মায়েদের প্রতি সম্মান জ্ঞাপন করা হয়। এই বিশেষ দিবসটি উপলক্ষ্যে এ্যাপোলো হসপিটালস ঢাকা বিভিন্ন কর্মসূচি পালন করেছে। 

রবিবার সকাল থেকে হাসপাতালে আগত সকল মায়েদের জন্য বিনামূল্যে বডি মাস ইনডেক্স (বিএমআই), রক্তচাপ, পালস্ ও ডায়াবেটিস পরীক্ষার সুযোগ প্রদান করা হয়। 

দুপুর ১২টায় হসপাতালের অডিটোরিয়ামে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মায়েরা তাদের মাতৃত্বের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ বাংলাদেশের চেয়ারম্যান ফরিদা হাশেম। 

দিবসটি উপলক্ষে মায়েদের জন্য বিশেষ মূল্যছাড় দিয়ে ২১ মে ২০১৭ পর্যন্ত একটি হেলথ চেক প্যাকেজের অফার দেয়া হয়।  

অনুষ্ঠানে ড. আরিফ মাহমুদ, সিনিয়র জেনারেল ম্যানেজার, মেডিকেল সার্ভিস, ল্যাব মেডিসিন প্রফোসর ড. তারিক-আলী-নাসির, কো-অর্ডিনেটর অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট, হিস্টোপ্যাথোলজি এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণসহ হাসপাতালের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/১৫ মে, ২০১৭/ফারজানা   

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর