১১ জুন, ২০১৭ ১৭:৩৭

রূপালী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

রূপালী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পুঁজিবাজারে  তালিকাভুক্ত  রাষ্ট্রীয় মালিকানাধীন  রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ঘোষিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন দিয়েছেন শেয়ারহোল্ডাররা।  রবিবার ৩১তম বার্ষিক সাধারণ সভায় এই অনুমোদন দেয়া  হয়। রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অডিটরিয়ামে অনুষ্ঠিত এজিএম-এ ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ বোনাস অনুমোদন দেয় ব্যাংকটির শেয়ারহোল্ডাররা। 

এজিএম-এ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও  মো. আতাউর রহমান প্রধান বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কাজ করে রূপালী ব্যাংক। আগামীতে বিনিয়োগকারীদের লভ্যাংশের পরিমান আরও বাড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মানিক চন্দ্র দে, পরিচালক ড. হাসিবুর রশীদ, অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন, একেএম দেলোয়ার হোসেন, দীনা আহসান, ড.সুশীল রঞ্জন হাওলাদার, আবদুল বাসেত খান, অরিজিৎ চৌধুরী, মহিউদ্দিন ফারুকী ছাড়াও ব্যাংকের ডিএমডি আবু নাসের চৌধুরী, মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপকবৃন্দ ও বিপুল সংখ্যক শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/পাভেল/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর