১২ জুন, ২০১৭ ১৮:৩৫

নির্বাচন কমিশন সচিবালয় ও টেলিটকের মধ্যে সেবা গ্রহণ সংক্রান্ত চুক্তি

অনলাইন ডেস্ক

নির্বাচন কমিশন সচিবালয় ও টেলিটকের মধ্যে সেবা গ্রহণ সংক্রান্ত চুক্তি

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ও টেলিটক বাংলাদেশ লিমিটেড'র মধ্যে আজ কর্পোরেট সেবাগ্রহণ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় নির্বাচন কমিশনের কর্মকর্তাগণের জন্য টেলিটকের ৭৯৮টি ৩জি কর্পোরেট সীম বিনামূল্যে প্রদান করা হয়। 

চুক্তিতে নির্বাচন কমিশনের পক্ষে উপসচিব (সাধারণ সেবা) এবং টেলিটকের পক্ষে উপমহাব্যবস্থাপক (কর্পোরেট সেলস্) স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিব, অতিরিক্ত সচিব, এনআইডি প্রকল্পের  ডিজি, টেলিটকের ভারপ্রাপ্ত এমডিসহ উভয়পক্ষের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উভয় পক্ষ পরস্পর সহযোগিতার মাধ্যমে ডিজিটালাইজেশনের গতিকে ত্বরাণ্বিত করণের বিষয়ে একমত পোষণ করেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর