১৯ জুন, ২০১৭ ১২:২১

প্রতিবন্ধী শিশুদের পাশে 'ফান্টাসিয়াম'

প্রেস বিজ্ঞপ্তি

প্রতিবন্ধী শিশুদের পাশে 'ফান্টাসিয়াম'

সবাই যখন ডিজিটাল সংস্কৃতিকে দোষারোপ করে তখন উল্টোটা দেখিয়ে দিলো ফেসবুকভিত্তিক লাইফস্টাইল গ্রুপ 'ফান্টাসিয়াম'। ঈদ উপলক্ষ্যে এবার তারা ১৩০ জন শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করেছে।

শুক্রবার রংপুরের মাহিগঞ্জের বেস অটিজম স্কুলের প্রতিবন্ধী শিশুদের মাঝে এসব পোশাক বিতরণ করা হয়।

মাহিগঞ্জ বেজ অটিজম স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আবদুর রহমান বাবুর সভাপতিত্বে পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফান্টাসিয়াম গ্রুপের এডমিন তন্ময় খন্দকার ও রিফাত আরা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টির মহানগর সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী লোকমান হোসেন মোল্লাহ, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, সাংবাদিক ইকবাল হোসেন প্রমুখ । 

এ ব্যাপারে গ্রুপের এডমিন রিফাত আরা এবং তন্ময় খন্দকার জানান, বরাবরের মতো তারা সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধীদের পাশে থেকে কাজ করে আসছেন। গ্রুপ হিসেবে ফান্টাসিয়াম এর যাত্রা শুরু ১৮ জানুয়ারি, ২০১৭ এ। এর মধ্যে গ্রুপের সদস্য সংখ্যা ২৭ হাজার ছাড়িয়ে গেছে। ফান্টাসিয়াম ফেসবুকের অন্য সব গ্রুপের চেয়ে আলাদা। গ্রুপটি ইতোমধ্যে নারীর নিরাপত্তা ও ক্ষমতায়নের জন্য বেশ কিছু সাহসী উদ্যোগ ও কার্যক্রম পরিচালনা করেছে। 

বিডি প্রতিদিন/১৯ জুন ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর