২৪ জুন, ২০১৭ ১৩:২০

অ্যাপাসার ওটিজি আনলো টেক রিপাবলিক

প্রেস বিজ্ঞপ্তি

অ্যাপাসার ওটিজি আনলো টেক রিপাবলিক

নিরাপদে তথ্য পরিবহনের সুবিধা সমন্বিত দ্বিমুখী ফ্লাশ ড্রাইভ বাজারে এনছে টেক রিপাবলিক লিমিটেড। আইফোন কিংবা আইপ্যাডের তথ্য ধারণক্ষমতার সীমাবদ্ধতা এবং যেকোনো অপারেটিং সিস্টেমের ডিভাইসে ব্যবহারের বিষয়টি মাথায় রেখে এটি বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি। 

অ্যাপাসার ওটিজি এএইচ১৯০ মডেলের ডুয়াল ফ্লাশ ড্রাইভটির রয়েছে ১৬জিবি, ৩২জিবি ও ৬৪জিবি তথ্য সংরক্ষণ ক্ষমতা। রোজ ও রোজ গোল্ড রঙের এই ফ্লাশ ড্রাইভের মূল্য যথাক্রমে এক হাজার ৯০০, তিন হাজার ৯০০ এবং পাঁচ হাজার ৫০০ টাকা।

টেক রিপাবলিক ব্যবস্থাপনা পরিচালক জানান, অ্যাপাসার এএইচ ১৯০ ফ্লাশ ড্রাইভটি একইসঙ্গে তথ্য ধারণ ও পরিবহনের একটি সুরক্ষিত ডিভাইস। এটি অ্যাপল ডিভাইসে লাইভ স্টোরেজ হিসেবেও দিব্যি কাজ করে। তাই আইফোনের সঙ্গে এটি সংযুক্ত করে ব্যবহারকারী অনায়াসেই ইচ্ছে মতো ছবি তোলা, ভিডিও করা কিংবা দাপ্তরিক কাজ সেরে নিতে পারেন ফ্লাশ ড্রাইভেই। 

বিডি প্রতিদিন/২৪ জুন, ২০১৭/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর