১২ আগস্ট, ২০১৭ ১২:৪৫

ব্রাদারের নতুন মাল্টিফাংশন প্রিন্টার বাজারে

অনলাইন ডেস্ক

ব্রাদারের নতুন মাল্টিফাংশন প্রিন্টার বাজারে

জাপানি ব্র্যান্ড ব্রাদারের হাই স্পিড মনো মাল্টিফাংশন প্রিন্টার এমএফসি-এল ৫৯০০ডিডব্লিউ এখন দেশের বাজারে। আধুনিক মডেলের প্রিন্টারটি প্রিন্ট স্পিড প্রতি মিনিটে ৪০ পেইজ। ইউএসবি পোর্টের প্রিন্টারটিতে রয়েছে ওয়্যার এবং ওয়্যারলেস্।

সর্বোচ্চ ৮০০০ পেইজ ইনবক্স টোনার সমৃদ্ধ এই  প্রিন্টারটিতে রয়েছে ৭০ পেইজ এর এডিএফ, ৫৬ আইপিএম পর্যন্ত সুপার ফাস্ট স্ক্যান স্পিড।

তথ্য প্রযুক্তির নতুন মাত্রা ওয়াই-ফাই ডিরেক্ট, টাচ স্ক্রীন, উইনডোজ, অ্যান্ড্রয়েড সার্পোট সিস্টেম আছে এই প্রিন্টারে। এর অন্যতম আর্কষণীয় সুবিধা কাগজের দুই দিকেই প্রিন্ট করা যায়। উন্নত ও শক্তভাবে র্নিমিত এই প্রিন্টারটি অফিস ও অন্যান্য কাজের উপযোগী। পোস্টার প্রিন্ট, ওয়াটার র্মাক প্রিন্ট, আইডি প্রিন্ট, বুকলেট প্রিন্টিংসহ কার্বন কপি প্রিন্টের সুবিধাসহ রয়েছে বেশ কিছু ফিচার এই প্রিন্টার-এ। 

ব্রাদার এর অনুমোদিত ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে এই প্রিন্টারটি নিয়ে এসেছে। এটি নির্ধারিত সকল শো-রুমে  পাওয়া যাচ্ছে।

বিডি প্রতিদিন/১২ আগস্ট, ২০১৭/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর