১৭ সেপ্টেম্বর, ২০১৭ ২১:১৩

রোহিঙ্গাদের পাশে ইউএস-বাংলা এয়ারলাইন্স

অনলাইন ডেস্ক

রোহিঙ্গাদের পাশে ইউএস-বাংলা এয়ারলাইন্স

চলমান রোহিঙ্গা শরণার্থী সংকটে রোহিঙ্গাদের পাশে থাকার প্রত্যয় ঘোষণা করেছে বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।। 

এয়ারলাইন্সের আাগামী তিন মাস প্রতিটি টিকেট বিক্রির উপার্জন থেকে ১০০টাকা করে রোহিঙ্গা শিশু শরণার্থীদের জন্য শিশু খাদ্য, বস্ত্রসহ ঔষধ কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ। 

প্রতিষ্ঠানটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সারা দেশ থেকে সাধারণ জনগনসহ বিভিন্ন সংগঠন রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সংকট থেকে পরিত্রাণের জন্য নানাভাবে সাহায্য সহযোগিতা দিয়ে আসছে। এমন প্রেক্ষাপটে ইউএস-বাংলা এয়ারলাইন্স সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিশু শরণার্থীদের জন্য শিশু খাদ্য, ওষুধ, শিশু বস্ত্র দেওয়ার  সিদ্ধান্ত নিয়েছে। 

বিডিপ্রতিদিন/ ১৭ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর