৮ ডিসেম্বর, ২০১৭ ০৭:০০

ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭-এ ‘আমরা’র ইন্টারনেট সেবা

প্রেস বিজ্ঞপ্তি

ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭-এ ‘আমরা’র ইন্টারনেট সেবা

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি কোম্পানি ‘আমরা’ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’-এ উচ্চগতির ইন্টারনেট সেবা দিয়েছে।

এছাড়া ‘আমরা’র অঙ্গপ্রতিষ্ঠান 'উই' এই মেলায় তাদের স্মার্টফোনগুলো প্রদর্শন করছে। ডিজিটাল সেবার সমন্বয়ে তৈরী এই স্মার্টফোন মেলায় আসা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। 

তথ্যপ্রযুক্তির এই বৃহৎ প্রদর্শনীটি আয়োজন করেছে আইসিটি বিভাগের সঙ্গে যৌথভাবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ এসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং একসেস টু ইনফরমেশন।

‘আমরা’র এই উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদশর্নীতে অংশগ্রহনকারী ৪০০ দেশি-বিদেশি প্রতিষ্ঠানের জন্য দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় ৫ লক্ষ ক্রেতা-দর্শক এটি ব্যবহার করেছে।

উল্লেখ্য, আমরা গত চার বছর ধরে ‘ডিজিটাল ওয়ার্ল্ড’-এর অফিসিয়াল ইন্টারনেট পার্টনার।

 

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর