৯ ডিসেম্বর, ২০১৭ ১৫:০৬

কক্সবাজারের সৌন্দর্যবর্ধনে ভূমিকা রাখবে 'হোয়াইট স্যান্ড রিসোর্ট'

অনলাইন ডেস্ক

কক্সবাজারের সৌন্দর্যবর্ধনে ভূমিকা রাখবে 'হোয়াইট স্যান্ড রিসোর্ট'

কক্সবাজারের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি পর্যটকদের বিনোদন পিপাসা মেটাতে হোয়াইট স্যান্ড রিসোর্ট ভূমিকা রাখবে। 

জাতীয় শিল্পকলা একাডেমীতে ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৭'তে অংশগ্রহণ করা স্টলটির ফিতা কেটে উদ্বোধনের পর মুক্তিযোদ্ধামন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এ মন্তব্য করেন।

এসময় ‘বদলে যাচ্ছে কক্সবাজার’ এই শ্লোগানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে হোয়াইট স্যান্ড রিসোর্ট লিমিটেড সামনের দিকে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী।

কক্সবাজারে বৃহত্তম বিনোদন কমপ্লেক্স নির্মাণ করতে যাচ্ছে বেসরকারী উদ্যোক্তা প্রতিষ্ঠান সোহানা গ্রুপ। ১১৩ কাঠা জমির ওপর নির্মিতব্য এই প্রকল্পের পাঁচ লক্ষ বর্গফুট জুড়ে থাকছে ৩০০ রুমের পাঁচ তারকা চেইন হোটেল। এর বাণিজ্যিক অংশে থাকছে আন্তর্জাতিক ও দেশীয় সুপরিচিত প্রতিষ্ঠানের ১৪০টিরও বেশি শো-রুম।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, সোহানা গ্রুপের পরিচালক ফারিয়া মাহবুব পিয়াসাসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

বিডি-প্রতিদিন/০৯ ডিসেম্বর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর