১০ ডিসেম্বর, ২০১৭ ১২:৫৫

এক বছর পূর্তি উদযাপন করছে বার্গার কিং রেস্টুরেন্ট

অনলাইন ডেস্ক

এক বছর পূর্তি উদযাপন করছে বার্গার কিং রেস্টুরেন্ট

বিশ্বজুড়ে জনপ্রিয় বার্গার কিং রেস্টুরেন্ট বাংলাদেশে এক বছর পূর্তি উদযাপন করছে। ঢাকার বনানী ১১-তে এক বছর আগে ৯ ডিসেম্বরে যাত্রা শুরু করে বার্গার কিং রেস্টুরেন্ট। বিশেষ এই  মুহূর্ত উদযাপনের জন্য বার্গার কিং রেস্টুরেন্ট-এর অতিথিদের জন্য থাকছে আকর্ষণীয় অফার। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত থাকছে আনলিমিটেড কোক রিফিল অফার।

টিফিন বক্স লিমিটেডের হেড অফ কমার্শিয়াল মাশরুফ আহমেদ বলেন, বার্গার কিং রেস্টুরেন্ট চালু হওয়ার পর থেকে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি।এ পর্যন্ত চালু হওয়া পাঁচটি রেস্টুরেন্টের মাধ্যমে আমরা অতিথিদের আরও কাছাকাছি পৌঁছাতে পেরেছি। এ বছর আরও দুইটি রেস্টুরেন্ট চালু করে  আমরা সাফল্যের ধারা অব্যাহত রাখব।

ইনফ্রাস্ট্রাকচার, পাওয়ার ও টেলিকম সেক্টরের স্বনামধন্য প্রতিষ্ঠান বাংলা ট্র্যাক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান টিফিন বক্স লিমিটেডের সাথে দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে বার্গার কিং বাংলাদেশের বাজারে প্রবেশ করে। বাংলাদেশে কুইক সার্ভিস রেস্টুরেন্টের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। বার্গার কিং ও টিফিন বক্স লিমিটেড যৌথভাবে এই ক্ষেত্রে শীর্ষ স্থান অর্জন করতে চায়। বার্গার কিং-এর লক্ষ্য দেশব্যাপী রেস্টুরেন্ট চালুর মাধ্যমে অতিথিদের অভিনব সব ফুড আইটেম উপহার দেওয়া।

বার্গার কিং রেস্টুরেন্ট
আমেরিকার বিখ্যাত ফাস্ট ফুড বার্গার চেইন বার্গার কিং ১৯৫৪ সালে যাত্রা শুরু করে। আমেরিকাসহ শতাধিক দেশের ১৬ হাজার স্থানে কার্যক্রম চালাচ্ছে অরিজিনাল হোম অব দ্য হোয়াপার তথা বার্গার কিং। প্রায় সব বার্গার কিং রেস্টুরেন্টই স্বতন্ত্র ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে পরিচালিত হয়, যেগুলির মধ্যে অনেকগুলোই পারিবারিক ব্যবসা হিসেবে চলছে দশকের পর দশক জুড়ে। বার্গার কিং ব্র্যান্ডের মালিক রেস্টুরেন্ট ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ইনকর্পোরেটেড, যা বিশ্বের অন্যতম বৃহৎ কুইক সার্ভিস রেস্টুরেন্টের মধ্যে অন্যতম। প্রতিষ্ঠানটির বিক্রির পরিমাণ ২৯ বিলিয়ন ডলারের ওপর। রেস্টুরেন্ট আছে ২৩ হাজারের বেশি।

বিডি প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর