১১ ডিসেম্বর, ২০১৭ ০৯:১৭

‘ইউটিউব সিলভার প্লে বাটন’ স্বীকৃতি পেলো রবি টেন মিনিট স্কুল

প্রেস বিজ্ঞপ্তি

‘ইউটিউব সিলভার প্লে বাটন’ স্বীকৃতি পেলো রবি টেন মিনিট স্কুল

‘সিলভার প্লে বাটন’ স্বীকৃতি পেয়েছে দেশের শীর্ষ শিক্ষাভিত্তিক অনলাইন প্লাটফর্ম রবি-টেন মিনিট স্কুলের ইউটিউব চ্যানেল। গ্রাহক সংখ্যা ১ লাখ অতিক্রম করায় ইউটউব এ স্বীকৃতি দিয়েছে।  

রবি-টেন মিনিট স্কুল’র মূল ইউটিউব চ্যানেলে বর্তমানে ২ লাখ ২৯ হাজার ৯শ’ ৩৩ জন গ্রাহক রয়েছেন। চ্যানেলটি বাংলাদেশের শিক্ষার্থীদের সকল অ্যাকাডেমিক বিষয়ে দক্ষতার সাথে সমাধান দিয়ে আসছে। ২০১৫ সালের ১১ আগস্ট চালু হওয়ার পর থেকে ইউটিউব চ্যানেলটিতে ১০ ডিসেম্বর পর্যন্ত আপলোড করা টিউটোরিয়ালগুলো ১ কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৮৭০ বারের মত দেখা হয়েছে।

ইউটিউবে রবি-টেন মিনিট স্কুলের মূল চ্যানেলের পাশাপাশি আরো তিনটি ভিন্ন চ্যানেল রয়েছে। এর মধ্যে ২০১৬ সালে চালু হওয়া ‘রবি-টেন মিনিট স্কুল লাইভ’র গ্রাহক সংখ্যা ২ লাখ  ৬ হাজার ১৭৫ জন। এতে  রবি-টেন মিনিট স্কুলের লাইভ ক্লাসের সকল ভিডিও সংকলিত আছে।  চ্যানেলটি এ পর্যন্ত  ১ কোটি ১৩ লাখ ৩১ হাজার ৩৫৮ বারের বেশি দেখা হয়েছে। 

 

‘টেন মিনিট স্কুল আর্টস’ নামে ইউটিউবে আরেকটি চ্যানেল রয়েছে, যেটি শিক্ষার্থীদের সৃজনশীল দক্ষতা বিকাশে সহযোগিতা করে থাকে। বর্তমানে চ্যানেলটিতে ৫ হাজার ৯শ ৩১ জন গ্রাহক রয়েছে। 

অনলাইন স্কুলটির ‘টেন মিনিট স্কুল ব্লগ’ নামে রয়েছে তৃতীয় চ্যানেলটি। এর গ্রাহক সংখ্যা ২ হাজার ৪শ' ৪৪ জন। এই চ্যানেলে টেন মিনিট স্কুলের ব্লগগুলোর একটি ভিজুয়াল আউটলুকও পাচ্ছেন ব্যবহারকারীরা। 

রবি’র কমিউনিকেশনস অ্যান্ড কর্পোরেট রেস্পন্সিবিলিটি’র ভাইস প্রেসিডডেন্ট ইকরাম কবির বলেন, “দেশজুড়ে সকল আর্থসামাজিক প্রেক্ষাপটের শিক্ষার্থীদের বিনামূল্যে মানসম্মত শিক্ষামূলক কন্টেন্ট প্রদান করছে রবি-টেন মিনিট স্কুুল। আমরা বিশ্বাস করি, শিক্ষামূলক এই প্ল্যাটফর্মটি টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে। ইউটিউবের এ স্বীকৃতি আমাদের জন্য এক অনন্য প্রেরণা। রবি-টেন মিনিট স্কুল’র প্রতি আস্থা রেখে যেসব শিক্ষার্থী আমাদের এই অনন্য সম্মান অর্জনে সহায়তা করেছে তাদের জানাই আন্তরিক ধন্যবাদ।”

 

বিডি প্রতিদিন/১১ ডিসেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর