১২ ডিসেম্বর, ২০১৭ ১৫:৪৩

রিভ অ্যান্টিভাইরাস পেল অ্যাপিকটা ফার্স্ট মেরিট অ্যাওয়ার্ড

অনলাইন ডেস্ক

রিভ অ্যান্টিভাইরাস পেল অ্যাপিকটা ফার্স্ট মেরিট অ্যাওয়ার্ড

এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (অ্যাপিকটা) মেরিট অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের রিভ অ্যান্টিভাইরাস। সিকিউরিটি ক্যাটাগরিতে ১৬টি দেশের বিভিন্ন প্রতিযোগীদের মধ্য থেকে এই পুরষ্কার জিতেছে তারা।

সম্প্রতি ঢাকার আগারগাঁওস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই পুরস্কার গ্রহণ করেন রিভ সিস্টেমসের সিইও আজমত ইকবাল, হেড অব গ্লোবাল সেলস রায়হান হোসেন, রিভ অ্যান্টিভাইরাসের সিইও সঞ্জিত চ্যাটার্জি এবং মার্কেটিং ম্যানেজার ইবনুল করিম রূপেন।

আইসিটি অস্কার বলে খ্যাত অ্যাপিকটায় সিকিউরিটি ক্যাটাগরিতে এবারই প্রথম বাংলাদেশের কোনো প্রকল্প এই পুরস্কার পেল। এই পুরস্কার প্রাপ্তি সাইবার সিকিউরিটি খাতে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিডি প্রতিদিন/১২ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর