১৭ ডিসেম্বর, ২০১৭ ১৩:২৪

ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারযুক্ত নতুন ফোন আনলো ওয়ালটন

অনলাইন ডেস্ক

ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারযুক্ত নতুন ফোন আনলো ওয়ালটন

ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারযুক্ত সাশ্রয়ী মূল্যের নতুন ফোন আনলো ওয়ালটন। প্রিমো 'এইচএম৪' মডেলের এই ফোনের পেছনে রয়েছে ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। যা ফোনের তথ্য সুরক্ষিত রাখবে।

মেটাল ডিজাইনের ফোনটি দেখতে বেশ আকর্ষণীয়। এতে ব্যবহৃত হয়েছে ৫.৫ ইঞ্চির আইপিএস প্রযুক্তির এইচডি ডিসপ্লে। রয়েছে ২.৫ডি কার্ভাড গ্লাস ডিসপ্লে প্যানেল।

প্রিমো 'এইচএম৪' ফোনে ব্যবহৃত হয়েছে ১.৩ গিগাহার্জ গতির কোয়াডকোর প্রসেসর। গ্রাফিক্স হিসেবে রয়েছে মালি-৪০০। ১ জিবি দ্রুতগতির ডিডিআর৩ র‌্যাম। আছে ৮ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

এই স্মার্টফোনের উভয় দিকে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ বিএসআই সেন্সরযুক্ত ৮ মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৩৮০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। ৮.৪ মিমি ¯স্লিম ফোনটি বেশ হালকা। ব্যাটারিসহ এর ওজন মাত্র ১৬৮.৩ গ্রাম।

থ্রি জি নেটওয়ার্ক সমর্থিত ডুয়াল সিমের স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড নূগাট ৭.০ অপারেটিং সিস্টেমে পরিচালিত। এর অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক, মিরা ভিশন টেকনোলজি, ডুরা স্পিড, মাল্টি উইন্ডো, নোটিফিকেশন লাইট ইত্যাদি।কালো ও সোনালি রঙের ফোনটির দাম মাত্র ৭ হাজার ৮৯০ টাকা।

বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর